ডাকসু নির্বাচনে নারী ও সব ধর্মের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা জানিয়েছে ছাত্রশিবির।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে নারী শিক্ষার্থীসহ সব ধর্ম ও সম্প্রদায়ের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘শিক্ষা সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে ছাত্র রাজনীতিতে একটি ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে, যার ফলে অনেক শিক্ষার্থী এখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলছে। এই অবস্থাকে সম্মান জানালেও শিবির বিশ্বাস করে, ইতিবাচক ও মূল্যবোধভিত্তিক রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের সেই ভয় কাটিয়ে তোলা সম্ভব।

শিবির সভাপতি আরও জানান, সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা হলে রাজনীতি চাইলেই হল কমিটি ঘোষণা করা হবে। তিনি অভিযোগ করেন, কিছু সংগঠন নিজেদের এজেন্ডা না থাকায় অন্যদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এ ধরনের নেতিবাচক রাজনীতির বিপরীতে শিক্ষার্থীবান্ধব, স্বাস্থ্যকর রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।