সিরাজগঞ্জ গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৬১ কেজি গাঁজা ও দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন, পটুয়াখালী জেলার বাউফল থানার নিমধি গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. হুমায়ূন কবির (৪২), একই থানার ইন্দ্রকুল গ্রামের মো. আলম সেখের ছেলে ড্রাইভার মো. আল আমিন (৩০), ভোলা জেলার চরফ্যাশন থানার চর ফ্যাশন গ্রামের মো. সিরাজ বেপারীর ছেলে মো. জুয়েল বেপারী (৩২) ও চাঁদপুর জেলার শাহারাস্থী থানার দোইয়ারা একাতরী গ্রামের ড্রাইভার মো. ফরিদ (৩০)।