ছোট ও বড় পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন রুনা খান। এবার প্রথমবারের মতো বড় পর্দায় নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’, পরিচালনায় আলী জুলফিকার জাহেদী।

পরিচালক জানান, ছবির প্রধান চরিত্রে রুনা খানকে চূড়ান্ত করা হয়েছে, আর অন্যান্য শিল্পী নির্বাচনের কাজও প্রায় শেষ। বছরের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

রুনা খান জানান, নিজেকে একজন পরিপক্ব অভিনয়শিল্পী হিসেবে তুলে ধরতেই তিনি নতুন নতুন চরিত্রে কাজ করছেন। এবারও দর্শকদের সামনে এক ভিন্ন রূপে হাজির হবেন তিনি।

‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ মূলত একজন নায়িকার জীবনের বাস্তব গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। রুনা বলেন, “পর্দায় আমরা যেমন, পর্দার বাইরে আমাদের জীবনেও থাকে সুখ-দুঃখের গল্প। সেই বাস্তবতার ছাপই থাকবে এই সিনেমায়। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করতে পারলে এটি হতে পারে একটি দর্শকপ্রিয় ছবি।”