
ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাতিল করেছেন।
তিনি জানিয়েছেন, শুল্ক ইস্যুতে সমঝোতা না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা স্থগিত থাকবে। এর প্রেক্ষিতে অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপসহ যুক্তরাষ্ট্রের বড় বড় রিটেইলার প্রতিষ্ঠানগুলো ভারত থেকে পণ্য অর্ডার স্থগিত করেছে।
ভারতের রফতানিকারক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, আপাতত পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান বন্ধ রাখা হবে। পাশাপাশি, অতিরিক্ত শুল্কের কারণে ক্রেতারা বাড়তি মূল্য দিতে নারাজ, তাই সেই খরচ রফতানিকারকদেরই বহনের অনুরোধ জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অতিরিক্ত শুল্কের ফলে ভারতীয় রফতানির খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে ভারতের প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, এই পরিস্থিতির প্রতিবাদে কানপুরের ব্যবসায়ী সমিতি বৃহস্পতিবার মার্কিন পণ্যের বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ করেছে।