‘উত্তর বা দক্ষিণপন্থী নয়, বিএনপি বাংলদেশপন্থী’ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা মধ্যপন্থায়, মধ্যপন্থীতে বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, “যেসব দলকে আপনারা ইসলামপন্থী বলে থাকেন, তারা দেশের রাজনীতির একটি অংশকে প্রতিনিধিত্ব করে। দেশের জনগণের মধ্যে শতকরা ৯০ ভাগেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মুসলিম। তাদের একটা রাজনৈতিক সমর্থন না থাকলেও তাদের প্রতি একটা মানসিক সমর্থন আছে, এই দেশে যারাই রাজনীতি করুক।’

২০২৫ সালের ৭ আগস্ট বৃহস্পতিবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের সব রাজনৈতিক দল ও শক্তির প্রতিনিধিদের সঙ্গে আমরা সংলাপে আগ্রহী। কারণ বিএনপি নিজেকে সাধারণ মানুষের দল হিসেবে দেখে এবং সে অনুযায়ী সকল শ্রেণির মানুষের সঙ্গে সম্পর্ক ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়তে চায়। আমাদের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে মতাদর্শগত পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই একত্রে বসতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা যেমন বিশ্বাস করি যে কোরআন-সুন্নাহর বিরোধী কোনো আইন হওয়া উচিত নয়, তেমনি গণতন্ত্রে অনেক সময় জাতীয় সংসদে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে আইন প্রণয়ন করা হয়। এই প্রক্রিয়ায় সব মতাদর্শের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সেই আইন বেশি টেকসই ও বাস্তবসম্মত হয়। কিন্তু জনগণের মতামত বা আবেগের বাইরে গিয়ে আইন করা হলে, তা কার্যকর করা কঠিন হয়ে পড়ে।”