বিএনপি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান। রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগেই বলেছেন, অতীতের আন্দোলনে যারা পাশে ছিলেন, ভবিষ্যতেও তাদের সবার অংশগ্রহণে দেশ পরিচালনার কথা ভাবছে বিএনপি।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন রুহুল কবির রিজভী ও ইসমাইল জবিউল্লাহ।

নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর সে বিষয়ে আলোচনা হতে পারে।

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস প্রসঙ্গে তিনি বলেন, এতে রাজনৈতিক দলগুলোর আপত্তি জানানোর সুযোগ না থাকলেও, সংক্ষুব্ধ ব্যক্তি আপত্তি করতে পারেন। নির্বাচন কমিশন এ বিষয়ে শুনানি শুরু করতে যাচ্ছে এবং শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, প্রবাসীদের ভোটাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। নজরুল ইসলাম খান জানান, নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি উন্নত হবে বলে ইসি আশ্বাস দিয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের কথাও জানিয়েছে কমিশন।

উল্লেখ্য, ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তফসিল ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হতে পারে বলে ইসি জানিয়েছে।