
মুন্সিগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শেখ মো. আবদুল্লাহ। মনোনয়ন পাওয়ার পর তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দলের সাফল্যের জন্য ঐক্যই হবে প্রধান শক্তি।
তিনি জানান, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার সিনিয়র নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও মনোনয়ন প্রত্যাশী সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। আসনের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের ভূমিকায় তিনি বলেন, অতীতে স্বৈরাচারী সরকারের সময়ে নিরপেক্ষ সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়েছিল; এখন সাংবাদিকরা যেন সত্য সংবাদ নির্ভয়ে প্রকাশ করতে পারেন, সে আহ্বান জানান।
তিনি শহীদ নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সকল ধর্ম, মত ও রাজনৈতিক অবস্থানের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। শেখ মো. আবদুল্লাহ ধানের শীষের পক্ষে ভোট চান, পাশাপাশি প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উৎসাহিত করেন।
