
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে রিয়াদের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রয়্যাল কোর্ট এক সরকারি বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ১ রবিউস সানি ১৪৪৭ হিজরি) ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতির পদে আসীন হন শেখ আবদুল আজিজ। এরপর থেকে তিনি সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে আইনি, সামাজিক ও ধর্মীয় নানা বিষয়ে ফতোয়া প্রদান করে আসছিলেন। তার প্রদত্ত ফতোয়া আদালত ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তিনি একই সঙ্গে ইলমি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
আল শায়খ পরিবারে জন্ম নেওয়া এই আলেম সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে ঐতিহাসিকভাবে গভীর ভূমিকা রেখেছেন। এ পরিবার থেকেই ইসলামী ইতিহাসের প্রখ্যাত সংস্কারক মুহাম্মদ ইবনে আব্দ আল-ওয়াহাবের জন্ম।
১৯৫৩ সালে বাদশাহ আব্দুল আজিজ গ্র্যান্ড মুফতির পদটি প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় শেখ আবদুল আজিজ আল শায়খ দীর্ঘকাল ধরে ধর্মীয় ও সামাজিক নীতিনির্ধারণে প্রভাব রেখেছেন। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবেও তিনি সমাদৃত ছিলেন।
শেখ আব্দুল আজিজ ইসলামী আকীদা, ইবাদত, ফিকহ ও নানা সমসাময়িক বিষয়ে অসংখ্য ফতোয়া প্রদান করেছেন। তার রচিত গ্রন্থ ও খুতবার সংকলন এখনো মুসলিম বিশ্বের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হয়।
১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর তিনি হজের প্রধান খুতবা দেন। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে এ দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন।
